Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

Banabithi Patra

Tragedy

3  

Banabithi Patra

Tragedy

শিশুশিক্ষা

শিশুশিক্ষা

1 min
934


'সিজার' বানান বড্ড কঠিন

পি দিয়ে হয় 'সাইকোলজি'

ছোট্ট খোকন বেজায় কাবু

শিখতে এসব কারসাজি।

রবি ঠাকুর, বিদ্যাসাগর

জন্মেছিলেন কোন্ সালে,

নোবেল প্রাইজ জিতেছিলেন

কোন্ বাঙালি কোন্ কালে?


নিউটন আর আর্কিমিডিস

কি করেছেন আবিষ্কার,

ক্রিকেট খেলায় কার বেশি নাম

শচীন না গাভাসকার?

পড়ছে খোকন এসব জিনিস

খেলাধূলা সব ভুলে,

চারবছরের খোকন এবার

ভর্তি হবে ইস্কুলে।


বড়ো স্কুলে ভর্তি হওয়া

সহজ তো নয় মোটে,

সব বিষয়ে তুখোড় হলেই

ভাগ্যে তবে জোটে।

এইখানেতে শেষ তো নয়

লাগবে সাথে টাকা,

বাবার পকেট হালকা হলে

ভবিষ্যতও ফাঁকা।


শৈশব আজ হচ্ছে ওজন

দাড়িপাল্লায় চড়ে,

পিতামাতা ঢালছে টাকা

পকেট উজাড় করে।

সেই শিশুরা কোথায় যাবে

গরীব যাদের বাপ!

এ জগতে হয়না বোধহয়

গরীব হওয়ার মাফ।


Rate this content
Log in

More bengali poem from Banabithi Patra

Similar bengali poem from Tragedy