ঘুমের দেশে
ঘুমের দেশে


চল্ ভেসে যাই ঘুমের দেশে
স্বপ্ন ভেলায় চড়ে,
ভাবনা চিন্তা মনের থেকে
সরিয়ে রেখে দূরে।
স্বপ্ন দেশে আসবে ভেসে
রঙিন মেঘের সারি,
রামধনু রঙ দিয়ে সেথায়
গড়বো মেঘের বাড়ি।
চিন্তা-ভাবনা-হিংসা-দুঃখ
পায়না যেথায় যেতে,
ঘুমের সে দেশ ডাকছে যেন
মোদের দুহাত পেতে।