শিশুরা
শিশুরা
শিশুদের সহজ সরল হাসি
আমি দেখতে যে ভালোবাসি
তাদের মিষ্টি কোমল কথা
ভোলায় যে সকল ব্যথা
ওরা যে প্রজাপতির ডানা
ওদের নেই তো পর আপনা
ওর যে দেশের উজ্জ্বল ভবিষ্যত
ধ্যান দাও ওদের শত প্রতিশত
ওগো ওদের হাসি,খুশি,খেলা
ভোলায় আমার সারা বেলা
ওরা যে সুন্দর পাহাড়ি ঝরনা
বাধ বিঘ্ন কিছুই যে মানে না
ওদের অকৃত্রিম ভালোবাসা
মনে ভরে দেয় কত না আশা
ওরা যে ভগবানের আশীর্বাদ
ভোলায় যত সব বাদ বিবাদ
ওদের ভালোমানুষ করে তোলো
তবে না দেখবে বিকাশের আলো ।।
