STORYMIRROR

Bandana Patra

Abstract Fantasy Others

3  

Bandana Patra

Abstract Fantasy Others

শিরোনাম: চিরদিনই আমার

শিরোনাম: চিরদিনই আমার

1 min
134


 বন্ধু তুমি আপনজন, মনের কথা বলতে পারি

 আর যে কোথাও হারিয়ে যাওয়ার নেই ঠিকানা,

 তোমার মনে যেমন করে যাই হারিয়ে....

 স্বর্গ কোথায় পক্ষীরাজের গল্প বলে...

 বন্ধু আমার চিরদিনই হৃদয় কাছে মনকথাতে 

 মনের ভিতর ভ্রমণ করে,

 বিচ্ছেদে আর বিরহেতে জন্মান্তরের গল্প বলে।

 আর জনমে ছিলে যখন স্বর্গ লোকে 

 কোনও কথা পড়ছে মনে মর্ত্যলোকে...?

 কেমন করে সূর্যটাকে গিলেছিলে খাবার ভেবে?

 পড়ছে মনে আর কথা কি 

 দুজন যখন একসাথেতে বন্ধু নিয়ে ঘুরেছি কত.

 পবন অতি দ্রুত বেগে বইছিল আকাশ মেঘ পারে

 আমরা তখন চিরন্তনী বন্ধনেতে অনেক দূরে

 কে জানত আবার হবে দ্যাখা এই জনমের সাগর পারে?


Rate this content
Log in

Similar bengali poem from Abstract