STORYMIRROR

Manjula Acharya

Abstract Others

3  

Manjula Acharya

Abstract Others

শীতের রাতে

শীতের রাতে

1 min
172

মন বলল চল না 

       একটু ঘুরে আসি শীতের রাতে

নি:ঝুম নিস্তব্ধ বেলা

       একখানি বাঁকা চাঁদ আকাশেতে

ঠাণ্ডা হাওয়ার পরশে

       শরীর মনে খেলে গেল শিহরন

মন মাতানো আবেশে

        নীরবতা আমায় করল বরন 

কোথাও রাস্তার ধারে

       গা ঢেকে আগুন পোয়াচ্ছে কিছুলোক 

হঠাৎ দেখা দিল

      নেশায় মাতাল কোন সে আগুন্তক

গাড়ি ঘোড়ার শব্দ

       ধিমিয়ে ধিমিয়ে পড়ে যে ধীরে ধীরে

রাত গভীর হয়

      নাম না জানা পাখী ডেকে ওঠে নীড

শুণ শান পথে ঘাটে 

      অজানা ভয়ে গা ছমছম করে 

রং মেজাজের আসর 

      জমে ওঠে পবে রেস্তোরাঁয় 

কোনো এক ফুটপাথে

       অসহায়া দু:খিনি আশ্রয় খোঁজে

কোথাও বা ঝোপে ঝাড়ে

        পরিত্যক্ত শিশু নীরবতা ভাঙ্গে

এবার বিদায়ের বেলা

        পড়ে থাক শীতের রাত ঘুম ঘোরে ।।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract