STORYMIRROR

Piyali Mukherjee

Abstract Inspirational

4  

Piyali Mukherjee

Abstract Inspirational

শীত পোহানো ওম্

শীত পোহানো ওম্

1 min
420

মন, আজ তোর উঠোনে জ্বালিয়ে আগুন , মাঘের শীতের ওম্ পোহাবো, তোর নলেন গুড়ে জড়িয়ে চাদর, শীতকাতুরে পিঠে হবো।

তোর বুকের খাঁচার ব্যাকুল বাঁচার 

ছটফটানি সব থামাবো,

তুই আর আমি রকেট ছুঁড়ে 

মেঘপাড়াতে বৃষ্টি নামাবো।

তোর ইচ্ছেগুলোর দামালপনায়,

আজ বেরুবো অনেক দূরে। ঘন কুয়াশায়় রং জড়িয়ে মন হারাবো ভুল সুরে।

তোর খামখেয়ালি বে-রাগিনী,

আজ সাধবো তেমনই শীতের রাতে।

তোর মনের ঘরে জ্বালিয়ে জোনাক

পাঁচমিশালি সুখ কুড়াবো,

তোর ঘুমপাড়ানি চুমু আদরে

স্বপ্ন মেখে দুখ জুড়াবো।

তোর চরকাকাটা চাঁদবুড়িটার

আদ্যিকালের ঘুম ভাঙাবো,

তোর কলজেছেঁড়া রক্তকণায়

শিমুলতলার পথ রাঙাবো।

মন , তুই যখন খেয়াল-খুশীর মাতাল হাওয়ায়

খেলবি খেলা, তখন কোনও ইচ্ছাপাগল হাত বাড়ালে, হাত বাড়াবো তার দিকে,কোনও ভোকাট্টা এক ঘুড়ির পিছে পথ হারাবো ভুল দিকে।।

(কলমে-পিয়ালী)


Rate this content
Log in

Similar bengali poem from Abstract