STORYMIRROR

Manik Goswami

Drama Fantasy Others

3  

Manik Goswami

Drama Fantasy Others

শেষ লগ্নে

শেষ লগ্নে

1 min
238


ক্লান্ত চরণ এগোতে চাহে না

টলে যায় বারে বার,

ভেঙে যায় গৃহদ্বার

সাঁঝ বেলাতে আঁধারের অধিকার |

সময় যে এলো হারিয়ে যাবার

ভুলিবে এ সংসার |


হাসি, খেলা, গান; শুখালো বাগান

অস্তে যাবার টান,

ডাকি উঠি ভগবান,

শ্রান্ত শরীরে জাগে নাকো প্রাণ,

সময়ের আড়ে দিবালোক ম্রিয়মান;

কেন করো অভিমান |


কেঁপে ওঠে মন, ভয়ের কারণ

তুফান প্রবল, হতাশ নয়ন;

চারিদিকে শুনি গুরু-গরজন,

বন্ধ ঘরেতে শূন্য এ মন;

অনুভবে ভাবি এই তো জীবন,

সংশয়ে অনুখন |


ছুটি পেতে চায় সূর্য্য কিরণ

অন্ধকারকে করিছে বরণ,

শরীর ছাড়িয়া আত্মার চলন

অলীক পথেতে করিবে ভ্রমণ;

সময় যে এলো হারিয়ে যাবার

ভুলিবে এ সংসার |


Rate this content
Log in

Similar bengali poem from Drama