সেরা প্রাপ্তির অস্বীকার
সেরা প্রাপ্তির অস্বীকার




একবার ভাবতে তো পারতে,
যে সিগারেটের মূলে তোমার লিপস্টিক ছিলো
সে সিগারেটের ধোঁয়ায় নিজেকেই কেনো দাগিয়ে -
ভীষণ জ্বরে বিছানায় সারারাত নৌকা ভাসিয়েছি !
কেনোই বা আজও চোখের লাল ঢাকতে অন্যের আশ্রয় খুঁজি ?
আসলে সত্যিই আজও তোমাকেই ভালোবাসি...
একটা ষড়যন্ত্র করেছিলাম
অনেক দূর দেখেছিলাম আমার সর্বনাশ
ভেবেছিলাম এক ডাস্টবিন চা এর চুমুকে
হয়তো নেশা কাটেনি! ভোর হয়েছে...
একটা ষড়যন্ত্র হয়েছিল
সাম্রাজ্য পেয়েছো ঝুল বারান্দায়
তোমার কোলে নিশিপদ্ম ফুটে তো ছিলো
তবে, গোকুলের কৃষ্ণ চেনো নি...
একটা ষড়যন্ত্রে আমি কিন্তু একটাই তুমিই ছিলে ...