সে দেখে
সে দেখে
সে দেখে রাত , সে দেখে দিন
সে দেখে মানুষ হৃদয়হীন;
সে দেখে অর্থ, সে দেখে ভিক্ষা
সে দেখে মানবতার উপেক্ষা;
সে দেখে আল্লাহ, সে দেখে রাম
সে দেখে জেহাদ এর জয়গান;
সে দেখে রক্ত, সে দেখে হত্যা
সে দেখে আসুরিক জীবসত্তা;
সে দেখে খাদিজা, সে দেখে সীতা
সে দেখে পাশবিক সব পুরুষ-মননে জ্বলছে নারীর চিতা;
সে দেখে ঘৃণা ,সে দেখে ক্ষোভ
সে দেখে হিংসা , সে দেখে লোভ;
সে দেখে ধ্বংস, সে দেখে নাশ
সে দেখে ক্যান্সার হওয়া এই সমাজ এর পচা-গলা এক লাশ.