মৃত্যু
মৃত্যু


মরণে শান্তি, মরণে আস্থা
মরিবার খুজি হরেক রাস্তা
তাও জীবন যে মরতে দেয়না
মৃত্যূর হাত ধরতে দেয়না
ভাবি নিঃশাস থেমে যাক
দেহ যেন পুড়ে হয় খাক
প্রাণের মিথ্যা মায়া কাটিয়ে, হতে চাই শব নির্বাক
এ জীবন এক ভ্রান্তি,
দিয়েছে শুধুই ক্লান্তি
যমের দুয়ারে কাটা না পড়লে
তবেই মিলবে শান্তি
শ্মশান এর ওই চিতাকাঠ
দেখে জাগে মনে হিল্লোল
কবে যে শুনবো নিজের জন্য সেই 'বলো হরি-হরি বোল'
বিধাতার কাছে নিবেদন
থেমে যাক হৃদ-স্পন্দন
হয়ে যাক এই জীবনের সাথে - মৃত্যুর মেলবন্ধন