মা
মা


স্নেহের সিন্ধু তুই, শক্তি সমার্থক
চরণ স্পর্শে তোর জীবন হয় সার্থক
আম্মি-মা-জননী শত কোটি নাম
প্রতি নাম এ নিবেদিত হাজার প্রণাম
গর্ভে তোর সিক্ত হয় নতুন জীবন
জগৎধাত্রী তুই , তুই ই ভুবন
এ ললাটে জয়টিকা তোর আশীর্বাদ
ক্রোড়ে তোর মোরা পাই সর্বোত্তম স্বাদ
বাকি সব মরীচিকা, তুই মরুদ্যান
বিনা তুই এ জীবন এক শুন্যস্থান
বিধাতা কে এই আবেদন করতে আমি চাই
প্রতি জন্মে মা রূপে তোকে যেন পাই.....