সঙ্গিনী
সঙ্গিনী
প্রেমের জোয়ারে তুমি ভরেছ হৃদয়
তোমায় দেখতে মন বারেবারে চায়
প্রশ্বাস এ নিঃস্বাস এ সবেতেই তুমি
বিনা তুমি এ জীবন পরিত্যক্ত ভূমি
জীবন এ এনেছো তুমি খুশির সম্ভার
নতুন করে তোমারি প্রেম এ পড়েছি বারবার
অটুট বাঁধনে তুমি বেঁধেছ আমায়
আত্মা মোর শান্তি আজ তোমার কাছে পায়
এক চিলতে হাসি তোমার ভরে দেয় প্রাণ
চাঁদ কি, সূর্য কিরণ আজ তোমার কাছে ম্লান
স্ফটিক স্বচ্ছ তোমার মন, তোমার চাহনি
উত্তাল করে মোর দিবস-রজনী
অমোঘ স্পর্শ তোমার বুক এ ঝড় তোলে
হৃদয় আজ নেচে ওঠে প্রেমের হিল্লোলে
তৃস্না নিবারণ হয় তোমার হাসিতে
মন আমার খুশি হয় তোমার খুশি তে
হৃদ-মাঝারে আছো তুমি, থাকবে জন্মভর
প্রতি জন্মে তোমার সাথেই বাঁধবো স্বপ্ন-ঘর........