স্বস্তি
স্বস্তি


যদি ফিরিয়ে দাও
তবে বলো। কোথায় যাবো!
পায়ে পায়ে বিপণ্ণতা, ব্যর্থ আমার কবিতা
শ্রাবনভরা দিনেও তীব্র দহন বৃষ্টির জ্বলন
দুঃখগুলো তৃষ্ণার সংশয়ের কাব্যমরণ।
যদি ফিরিয়ে দাও,তবে বলো। কোথায় যাবো!
অনেক আগেই কলম নিয়েছে ফিরিয়ে মুখ
চৌকাঠ থেকে তুমিও যদি ফিরিয়ে নাও মুখ
তবে বলো। কোথায় দাঁড়াবো!
অহংকার পুড়িয়ে এসেছি নিজেরই অন্তঃপুরে
শোণিত স্রোতে ভাসিয়ে দিয়েছি জীবন জুড়ে
লজ্জায় নত মাথা আলোর বিহানে নিশ্চিন্ত অনাবিল নিঃস্বতার গানে।
এবার অন্তত একটু স্বস্তি না দিলে
অনিবার্য মৃত্যুর বুকে কি করে ফোটাবো আমার কবিতার
শব্দে প্রাণবন্ত জোর।
ভোর করে দেওয়ার মতো ডাকে নিয়ত নামিয়ে আকাশ
ভুবনজোড়া ভোর।