স্বপ্নের বাস্তব
স্বপ্নের বাস্তব
আদুরে দুপুর,
আর ভালোবাসা মাখা এক পশলা বৃষ্টি,
সময়ের ঘষা কাঁচে,আবছা হয়ে আসে দৃষ্টি ।
তখন,
লুকিয়ে রাখা বোবা স্মৃতি,
আর ভুলে যাওয়া কিছু প্রতিশ্রুতি,
ঘিরে ধরে হঠাৎ আমায়,
ফেলে আসা স্বপ্নকে বাঁচাবার আশায়।
আর,
হারিয়ে পাওয়ার অবাধ্য,অন্তহীন আশা,
জাগায়, মুছে যাওয়া পথ খোঁজার, দুরন্ত নেশা ।
তবুও,
অচলায়তন ক্ষমাহীন বর্তমান,
সময়ের শেষ প্রহরী হয়ে দন্ডায়মান।
আবার বাক্স বন্দি, স্বপ্ন আর অধিকার স্বপ্ন দেখার,
কঠিন বাস্তবে থাকুক চাপা, আমার নীরব হাহাকার ।