স্বপ্ন সাঁকো
স্বপ্ন সাঁকো


যদি কোনো নিভৃত সন্ধ্যায় তোমার
ভালোবাসার মনপাখিরা ডেকে উঠে।
তুমি যেন আমায় ভুল বুঝোনা..
বর্ষণক্লান্ত শ্রাবনের রাত্রিতে তোমার
উদাসী হৃদয় প্রশ্ন করে,
তুমি যেন আমায় ভুল বুঝোনা..
ভোরবেলাকার স্বপ্নে স্মৃতির সুর গুলো যদি তানপুরা নিয়ে গান ধরে
তুমি আমায় প্রশ্ন করোনা..
নির্জন দুপুরে একঘেঁয়ে ফেরিওয়ালার ডাক শুনে ঘুম ভাঙলে, আবার যেন মনখারাপ করোনা..
কনে দেখা আলোর গোধূলি বেলায়, তোমার সেল ফোনের রিংটোনে,প্লিজ আমায় ভুলে যেওনা..
আমার মনখারাপের স্টেশনে রোজ রাতে - যে ট্রেন টা এসে দাড়ায়, তার প্রতিটা কামরায় অচেনা স্বপ্নেরা কথা কয়, কোনো এক নিঃসঙ্গ নীরবতা আমাকে গ্রাস করে, আলো আর অন্ধকারের মায়াবী খেলায় আমি থই হারিয়ে ফেলি,
এক অক্লান্ত পথিকের অভেদ্য গন্তব্যের মতোই আমি বিমুঢ়তার অতলে তলিয়ে যায়।