স্বাগতম নববর্ষ
স্বাগতম নববর্ষ
শিশির সিক্ত ভেজা ঘাসে
সূর্য্য রশ্মির যে ছটা
আসে নববর্ষ ২০২২ নিয়ে
নব আনন্দের ঘটা
পূব আকাশ সোনার বরণ
বহে সুশীতল বাতাস
কিচির মিচির পাখীর কূজন
ওরে মন বল কি চাস ?
ঝর ঝর ঝরে প্রাণ নির্ঝর
গুণ গুণ করে মন
হৃদয় হরণ অপরূপ শোভা
কোথা নির্জন কুঞ্জবন
কলরবে ভরা পৃথিবীর ঘর
ছলছল বহে নদী
অসীম শূন্যে মন ধেয়ে যায়
প্রাণে ঢেউ ওঠে যদি
আলো ঝলমল এই যে ভূধর
প্রজাপতি দোলে ফুলে
আনাচে কানাচে খুশি টলমল
কমল ফোটে যে জলে
এসো হে মানব চল চল সবে
বিজয় মনোরথে
চল চল গেয়ে একতার গান
প্রেম মৈত্রীর সাথে
দূর হয়ে যাক অতিমারী তিমির
শুধ্ব পূত হোক ধরা
ঘুচে যাক প্রভু বিষাদ বাদল
চিদানন্দে মন থাক ভরা
এসো এসো আজ হে নববর্ষ
স্বাগত জানাই তোমায়
অভয় মন্ত্রে দীক্ষিত করো
চির পুণ্যের আভায় ।।
