স্বাধীনতার মূল্য
স্বাধীনতার মূল্য
চারিদিক ঝলমলে পতাকা উত্তোলন,
বিজ্ঞ ব্যক্তিগণ করেন বক্তৃতা পরিবেশন।
সারিবদ্ধ শিশুদের মিষ্টি বিতরণ,
পর্যায়ক্রমিকভাবে হয় স্বাধীনতা দিবস পালন।
পড়ন্তবেলায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান,
চলে স্বাধীন সামাজিক জীবের মনােরঞ্জন।
কভু সকলেই কি দেয় উক্ত দিনের প্রাপ্য মান?
শত শত যুবক করেছিল মৃত্যু বরণ -
-হেতু স্বাধীনতা অর্জন।
তাদের অক্লান্ত জীবনদান,
ছিল মােদের স্বাধীনতার সুঘ্রাণ।
তবু শহিদের কি সত্যিই হয়েছিল আশা পূরণ ?
স্বাধীনতা পালনকারী ভারতীয় জনগণ,
জানে কি আনন্দের কীরূপ মান ?
সকলে জানে না, - স্বাধীনতা কতটা মূল্যবান।
মূল্যবান কতটা শহীদের প্রাণ।
তারা জানে উক্ত দিন শুধু উৎসব পালন,
সারাক্ষণ কটু সঙ্গীত ঘারা মনােরঞ্জন।
তাই সুপ্ত মানব জাতিকে আবেদন -
-কর সঠিক মূল্যদান।
