সৌন্দর্যের নীড়ে
সৌন্দর্যের নীড়ে
বহুদুরে তােমার সাথে, গিয়েছি কতবার,
তোমার সাথে. হারিয়েছি সুদূরের সীমানায়
কিন্তু তাতে কি.আবারও যেন চায়
আবার কোনাে দুৱেৱ দেশে হারিয়ে যাই তােমার সাথে.
দেখবাে দু চোখ ভরে রেখে দেব স্বষত্নে মনের মণিকোঠায়,চিরদিনের জন্য,।
নতুনের সাথে পরিচয়ে, এ মন যে ভরে ওঠে...।
আবার পাহাড় না হয় সমুদ্র না হয় মরুভূমি.না হয় সবুজে ঘেরা অরণ্য,
এ পৃথিবীতে কত জায়গায় সৌন্দর্যের বিহার আছে ছড়িয়ে,
আছে অনন্ত বসন্ত,আছে চির সবুজের দেশ,
যা মনকে দেয় ভরিয়ে যেথা মেঘেদের আনাগােনা,ঘন নীল ছায়া।
নাই সূর্যের কিরণ,আছে দিবস রাত্রি,অহরহ বর্ষণ,
স্নিগ্ধ শীতল নাই কোলাহল,আছে সহজ সরল মন,
আপন ভােলা শিশুর মনের মতন।
আপন মনে চাহি বারে বারে ধরার মাঝে এমন নিভৃতে,
মেঘের মতাে ঢেকে আছে আপন
সামিয়ানায়,নিজস্বতায়,সৌন্দর্যের নীড়ে।

