সৈনিক
সৈনিক
মোর দুজনে ভালোবাসার পথে একলা চলার সাথী,
তুমি মোর হৃদয়ে জেলেছো চির প্রেমের বাতি।
রাত্রি ঘনায়ে রজনীগন্ধা সেজেছে শুভ্র তরু,
মায়ের সেবায় দিয়েছে প্রাণ হয়েছে রক্ত মরু।
হত্যালীলা,ধ্বংসলীলা সবই অজুহাত,
মায়ের স্নেহ ভুলিয়ে দেবে রঙ্গিয়ে ওঠা হাত।
মৃত্যুর পরে রয়ে যাবে সেই শুকিয়ে যাওয়া রক্ত,
মায়ের মায়া, মায়ের স্নেহ ভোলানো বড়োই শক্ত।
মায়ের ধোনি তে কম্পন ওঠে ,জাগে মানসিক ঢেউ,
মায়ের মমতা অশিকার করবে,আছে কি এমন কেউ?
মোর দুজনে সংগ্রামের পথে একলা চলার সাথী,
হে সৈনিক ! ক্ষমা করো ! নিয়ে এসেছো খনো স্বাধীনতার রাত্রি!
খনকাল তথা খনিকের সুখ করেছো তোমরা জয়,
ঘুচিয়েছ লজ্জিত কাস্মিরের রক্তাক্ততা,করেছো শান্তিময়।
