সৈকতের ক্যানভাস
সৈকতের ক্যানভাস


আমি তোমার সাথে দেখা করব
কোন এক সমুদ্র সৈকতে
যেখানে আমি এবং আমার প্রাণ অপেক্ষা করবে...
সৈকতের বালিতে বসে থেকো তুমি আমার অপেক্ষায়
যখন আমি পেন্সিল হাতে রং তুলি আর ক্যানভাস নিয়ে...
আমি কি তোমার হৃদয় আঁকতে পারি?
জানি তোমার উত্তর
"অবশ্যই, কেন নয়"
আমি সেখানে দাঁড়িয়ে আছি
তোমার এবং সমুদ্রের মাঝে
যেমন তোমার চোখ দুটো আর ঠোঁট দুটো
আমার ক্যানভাসের পৃষ্ঠায় লেপ্টে থাকে।
আমার হৃদস্পন্দন মুছে ফেলতে পারে
তোমার আলতো ডানার উষ্ণ ছোয়ায়।
তবে আমি কখনো তোমাকে থামিয়ে দেবনা...
যখন আমি নিজেকে দেখি তোমার চোখে
আমি স্পষ্ট শব্দ শুনতে পাই তোমার আবেদন
কাঁচ ভাঙার শব্দ হয়
কিন্তু হৃদয় ভাঙার ছবি হয় ক্যানভাসে...