STORYMIRROR

Tapan Das

Abstract

3  

Tapan Das

Abstract

আমার অঙ্গীকার

আমার অঙ্গীকার

1 min
414

কে বলেছে তুমি নেই...

তুমি বেঁচে নেই?

আমি মানি না।


মানুষ বেঁচে থাকে মননে, শরীর বেঁচে থাকে দৃষ্টিতে 

তুমি আছো, তুমি থাকবে আমাদের মনের মণিকোঠায়

আমি তো তোমাকে দেখতে পাই আমার মনন নেত্রে

আমি তোমাকে অনুভব করি আমার প্রতিটি পদক্ষেপে 

তোমার স্পর্শ পাই তোমারই রেখে যাওয়া পার্থিব সুখ-স্বাচ্ছন্দ্যে

তুমি আছো, তুমি থাকবে।


যখন একা বসে থাকি, যখন অন্ধকার নেমে আসে আমার চারিপাশে... 

তোমাকে দেখতে পাই- 

তোমার ছোয়া পাই আমার বুকে

তোমার স্পর্শ আমার অশান্ত বুকে শান্তির ধারা নামায়

এখনো দেওয়ালে কান পাতলে শুনতে পাই 

তোমার পদধ্বনি 

তোমার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয় আমার কর্ণকুহরে। 

তোমার না বলা কথাগুলো আমি এখন শুনতে পাই

তোমার অব্যক্ত যন্ত্রণা, তোমার অশান্ত নীরবতা 

আমাকে ভাবায়, আমার হৃদয়ের অলন্দে অলিন্দে 

সেই যন্ত্রণা মিশে গেছে।


তুমি তো অমর, 

জানি তুমি পৃথিবীর মায়া ত্যাগ করেছো

পৃথিবী তোমাকে ভোলেনি, ভুলতে পারে না

কারন -

তুমি রেখে গেছো তোমার পৃথিবীকে 

আমাদের কাছে।

তোমার সেই পৃথিবীতে আমরা তোমাকে বাঁচিয়ে রাখবো আজীবন। 

এটাই তোমার বেঁচে থাকা, এটাই আমার অঙ্গীকার। 


రచనకు రేటింగ్ ఇవ్వండి
లాగిన్

Similar bengali poem from Abstract