বর্ষার প্রেম
বর্ষার প্রেম


ঘনকালো আকাশ মানেই বর্ষা নয়
বাতাস যখন আর মেঘকে ধরে রাখতে পারেনা
তখনই বৃষ্টি হয়ে ঝরে পড়ে
সবুজ পাতার উপর,
কিন্তু বর্ষা...
সে মৌসুমীর আধিপত্য।
মনের ব্যথা আর বুকের ছ্যাকা
যখন আর বাকমানে না...
দুটোই নোনা জলের ধারা
পায়ের পাতায়।
কেউ ভালোবেসে বৃষ্টিতে ভেজে
আর কারোর ভালোবাসা
বর্ষাতে ধুয়ে যায়।