STORYMIRROR

Tapan Das

Classics

3  

Tapan Das

Classics

বর্ষার প্রেম

বর্ষার প্রেম

1 min
761

ঘনকালো আকাশ মানেই বর্ষা নয়

বাতাস যখন আর মেঘকে ধরে রাখতে পারেনা

তখনই বৃষ্টি হয়ে ঝরে পড়ে 

                    সবুজ পাতার উপর,

                    

কিন্তু বর্ষা...

সে মৌসুমীর আধিপত্য। 


মনের ব্যথা আর বুকের ছ্যাকা

যখন আর বাকমানে না...

দুটোই নোনা জলের ধারা 

                   পায়ের পাতায়।


কেউ ভালোবেসে বৃষ্টিতে ভেজে

আর কারোর ভালোবাসা 

            বর্ষাতে ধুয়ে যায়।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics