মগ্নতাকে ছাড়িয়ে
মগ্নতাকে ছাড়িয়ে
বোতামের ঘরটি দিনকে দিন বড় হয়ে যাচ্ছে
রোদচশমার রংটি ফিকে হয়ে আসছে-
তার থেকেও দ্রুত
সারা রাজ্যে সন্ধ্যে জুড়ে ঝিরি ঝিরি বর্ষা নেমেছে
দর্জির মেশিনের চাকাটি আর যেন ঘুরতেই চাইছে না
আদিম সভ্যতার প্রাচীন গুহা
হলুদ রঙের পাতাগুলো আজও পড়ে আছে
ভাঙা পাথর টুকরো গুলি উঁকি দিচ্ছে
নিজের অস্তিত্বের সংগ্রাম
এদিকে দুনিয়া কাঁপিয়ে বেড়াচ্ছে নিজের ঢোলক
আর আমরা মগ্ন আছি অবচেতনায়
গ্রাম শহর জুড়ে চলেছে জ্বলন্ত মৃত্যুর উৎসব
এ মৃত্যু শরীরের নয়...

