Sudeepa Mondal

Abstract Fantasy

3  

Sudeepa Mondal

Abstract Fantasy

সারাদিন রিমঝিম

সারাদিন রিমঝিম

1 min
109



আমার কবিতা লেখার অনুপ্ররেণা আসে বিভিন্ন জায়গা থেকে। তাই বিষয় হয় ভিন্ন ভিন্ন। এবারের অনুপ্ররেণা বৃষ্টি।


বল্লি যখন একটু হেসে,

বৃষ্টি হবি?? মন আকাশে, 

অঝোর ধারায় ঝরবি যখন, 

সিক্ত হবো আমি তখন, 

ধুয়ে দিবি যত ব্যথা, 

মান-অপমান, অনেক কথা, 

তখন আমি প্রেমিক হবো, 

জমানো সব কথা কবো, 

হারিয়ে গিয়ে তোর ধারাতে, 

করবো আপন, তোকে পেতে, 

   

        বড্ড জ্বালাস !! রাত্রি -দিন, 

        স্বপ্ন দেখিস অন্তহীন, 

       বৃষ্টি আমি হবোই না তো, 

       পাগল নাকি? তোর মতো, 

        আমি হবো শিশির কণা, 

        সবুজ পাতায় মনোহরা, 

        টুপ করে যেই পরবো গায়ে, 

       চিনে নিস্ তুই আমায় !!!

       হেমন্তের ওই ভোরবেলাতে, 

       আসবি যখন কুয়াশা মেখে, 

       দাঁড়াস খানিক একটু থেমে, 

       পরবো আমি আবার প্রেমে l

    


Rate this content
Log in