সান্ত্রা
সান্ত্রা
সেই ছোটবেলার বড় দিন
আজো ভুলতে পারি না,
রাতের বেলা সান্তা এসে
মোজায় রেখে যাবে উপহার,
জেগে থাকবো ভেবেও আমরা
ঘুমিয়ে যেতাম সবাই
ঘুম ভাঙতেই মোজায় ভরা
পেতাম ছোটো অনেক উপহার
ইচ্ছে করতো সান্তাকে দেখি একটিবার
বড়ো হয়ে বুঝেছিলাম এই সান্তা
থাকে আমার ঘরেই আমার
বাবা হয়ে।