র্যালির রুটম্যাপ ৩
র্যালির রুটম্যাপ ৩


সার বেঁধে চলেছে ট্যাবলো পরপর,
বিরাট র্যালি যে শহরে আজ,
বিবেকানন্দের জন্মদিনে আজ শহর,
ফাঁকা পড়ে থাকে থাক সব কাজ।
কর্মযোগী জ্ঞানযোগী মানুষটি,
আপামর বাঙালির গৌরব,
পালন করছে তাই তাঁর জয়ন্তীটি,
হাল আমলের পাণ্ডব কৌরব।
এই পর্যন্ত যথারীতি সব ঠিকঠাক,
তারপর অবশ্য চাঁদার বিল,
দিনভর অনুষ্ঠান পালনে বেবাক,
খরচের ভরতে মোটা তহবিল।
তাও বেশ ট্যাবলোয় আর মন্দিরে,
সুসজ্জিত ছবিতে মূর্তিতে,
ভজন পূজন বীর বিবেকানন্দরে,
আদর্শ যাক চুলোয়, সবাই বেজায় ফুর্তিতে।
সকাল থেকে বিকেল গড়ায়,
শহরবাসীর কান পাতা দায়,
মাইক তারস্বরে পাড়ায় পাড়ায়,
বিবেক ভাবে বিবেকানন্দ কোথায়?