STORYMIRROR

Sanghamitra Roychowdhury

Abstract

3  

Sanghamitra Roychowdhury

Abstract

র‍্যালির রুটম‍্যাপ ২

র‍্যালির রুটম‍্যাপ ২

1 min
332

সাজানো টিপটপ ছোট সে শহর,

সেই শহরে পালিত হয় বছর বছর,

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী,

উপলক্ষ্যে আয়োজিত বিরাট র‍্যালি প্রভাতী।


নারী পুরুষ শিশু বৃদ্ধ সবাই মিলে,

প্রভাতফেরীতে আনন্দ সঙ্গীত গেয়ে চলে,

উৎসাহী শহরবাসী নামে গলিতে রাজপথে,

হয়ে উদ্বেলিত বিবেকানন্দ জন্মজয়ন্তীতে।


স্কুলে পড়া ছোট এক ছেলে বিবেক,

বোঝে বটে উৎসবের মাহাত্ম্য অনেক,

বোঝে না কেবল উন্মাদনার মানে,

বিবেকানন্দের আদর্শ কী সবাই জানে?


বর্ণ ধর্ম কুসংস্কার আর রেষারেষি,

এসবই তো জনতা মানে বড্ড বেশি,

তবে কী লাভ এই বর্ণাঢ্য প্রভাতফেরীতে,

যদি নাই উদ্বুদ্ধ হয় স্বামীজীর আদর্শতে!


ভাবতে ভাবতে বিবেক পৌঁছে গেছে স্কুলে,

আজ যে সাজতে হবে স্কুলের নাটকে বিলে,

গাড়িকাকু অনেক রাস্তা ঘুরে পৌঁছিয়েছে সময়মতো,

নয়তো র‍্যালির রুটম‍্যাপের চক্করে ঠিক দেরী হতো।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract