Unmask a web of secrets & mystery with our new release, "The Heel" which stands at 7th place on Amazon's Hot new Releases! Grab your copy NOW!
Unmask a web of secrets & mystery with our new release, "The Heel" which stands at 7th place on Amazon's Hot new Releases! Grab your copy NOW!

AYAN DEY

Abstract

3  

AYAN DEY

Abstract

রূপে তোমায় ভোলাবো না

রূপে তোমায় ভোলাবো না

1 min
658


আমি কাব্যে কাব্যে জনমুখেই চাই বাঁচতে,


কার্পেটে মোড়া ত্বকে সমাজের আঁচড় দেখালে ...


যাক ছাড়ো ,এখন তো তবে পোয়া বারো |


কত সুন্দর পাঠিয়েছ বনলতাকে ডাক্তারলেনের ঝি করে,


রমাকে পাগল বানিয়ে ঢুকিয়েছো গারোদখানায় !


তাই থাকি না আমি পাতায় পাতায় চিত্রমধুর বাক্যে ;


লাল আলোয় আর ভয় হয় না আমার -


কারণ প্রতিমুহূর্তে সেই স্পটলাইটটাই পড়ছে |


আমি বাঁচতে চাই বুদ্ধিজীবীর চুরুটের ধোঁয়ায় ;


রূপ আছে ? থাকুক না সে গানের কথায় ,


বাঁচুক না তার স্ফূরণ রচনার অঙ্গীকারে |


কে বলিছে করিতে আপন , বাক্যব্যায়ে প্রেমজ্ঞাপন ?


থাক না ওসব, নইলে ছিন্নবস্ত্রা হয়ে দেখবে কোনোদিন


মন্দিরের দাসী হয়ে রয়েছি বা বাবুর চাকরানী ,


নয়তো খবর হয়ে বিজ্ঞাপনের ভিড়ে হবো কলঙ্কিত পরিবৃত্তি ;


কিছু ভোলানো নয় , এ মাধুরীর নয় ও কীর্তি |


তাই বলি রেখেই দাও নয় মোরে , চর্চায় কাঁটাছেঁড়া অপ্সরা করে -


মুখরোচক হবে সকালটা ...


কিংবা সমাজের পরিচয় গুঁড়িতে বেঁধে দাও চিত করে ,


ঠুকরে যাক একে একে চিল-শকুন ;


তারপর না হয় তুলে নিয়ে ফেলবে জঞ্জালে


যেখানে আরো শিয়াল কুকুরেরা মুখ দেবে ,


তারপর স্ফুলিঙ্গের ঝলকানিতে ছাই করে ...


ওফ না না - আর পারি না |


তার চেয়ে বরং রইনা ব্যথিত চিত্তের সুখের দোকানি হয়ে |


পলাশবনে শেষ বেলার রোদ্দুর হয়ে যাইনা -


আসব না ফিরে কোনোদিনও কোনোকালে , চর্চায় ,


শেষে আমিও নয় বাদ পড়লাম কঠিন কাব্য হতে,


রূপে আর কেউ ভোলাতে আসবে না ;


আসবে এক কঠিন মায়াজাল বিছানো মহাকাল |


Rate this content
Log in

More bengali poem from AYAN DEY

Similar bengali poem from Abstract