ঋতুরাজ
ঋতুরাজ
ঋতুরাজের অভিষেক মাত্রে শৈত্যরাজ্য শেষ;
ঝরাপাতার প্রহর শেষেতে প্রকৃতির রাজবেশ!
আগুন রঙের কৃষ্ণচূড়া যে রাজসিক মখমল—
রঙবেরঙের আভূষণে রাজা করছেন ঝলমল!
বসন্ত উৎসবের ঘোষক কোকিলের কুহুতান;
আকাশে বাতাসে ধ্বনিত হল যে আনন্দেরই গান!
গাছে গাছে যেমন ফুটেছে নানা রঙের ফুল—
প্রকৃতি মায়ের শোভা বাড়ায় আমের মুকুল!
এরই মাঝে বিদ্যাদেবীর আরাধনার কাল,
মুক্তি পাক শিক্ষা কেটে সামাজিক বেড়াজাল!
ঋতুরাজের সময় শেষেতে নতুন বছর আসে;
সুখ দুঃখের নবীন জীবনে সবাই আবার ভাসে৷

