ঋতু রাণী
ঋতু রাণী
বর্ষার হাত ধরে এসেছে শরৎ
বাতাসে লেগেছে আজ হিমের পরশ।
আকাশে আজ সোনালি রোদের লুকোচুরি খেলা
নীল আকাশ জুড়ে ভাসছে পেঁজা তুলোর ভেলা।
মাঠ ভরেছে কাশে কাশে,সাদা ঢেউয়ে বাতাস হাসে
শিউলি ফুলের গন্ধ বলে এসেছে শরৎ।
আকাশে বাতাসে ভাসে আনন্দের সুর
উমার আগমন আর নয় বেশি দূর।
দিঘি ভরা জল করে টলমল...
হিমেল বাতাস আলপনা আঁকে তাতে
পদ্মপাতা করে ঝলমল প্রভাত রবির সাথে।
ঘাসের আগার শিশিরের ফোঁটা চরণ ধোয়ায় প্রাতে।
মায়ের হাতের তাল ফুলুরি তালের লুচির গন্ধ
শরৎ এসে কানে কানে কয় ভাদু গানের ছন্দ।
জুঁই, মালতি,শালুক,পদ্মে...আনাগোনা করে অলি
ছক কাটা মাঠ ভরে থাকে সবুজ ধানের কলি।
দোয়েল কোয়েল ডেকে যায় শাখে
উৎসব আনন্দে সময় কাটে
কোথা হতে কেমন করে কেটে যায় সারা বেলা!
ভাদ্র-আশ্বিন শেষে শরৎ রাণীর বিদায় নেবার পালা।
