হতাশা
হতাশা
Week- 34
হতাশা
মানিক চন্দ্র গোস্বামী
আঘাত পেয়ে চেতনা যদি
কাঁচের মতোই ভাঙে,
হতাশায় ভরা বিফল মনে,
উদ্যম কি আর জাগে ?
উড়তে গিয়ে আকাশ নীলে
যদি পাখনা ছিন্ন হয়,
পাখি কি আরো উঁচুতে ওড়ার
স্বপ্ন দেখতে চায় ?
বৃষ্টি ঝরার আগেই ঝড়ে
যদি মেঘরাশি যায় উড়ে,
মেঘের বেদনা প্রকাশ পাবার
প্রহর যায় যে ঘুরে।
ভাসতে গিয়ে সাগর বুকে
ছেঁড়ে যদি তরী পাল,
উৎসাহে ভরা ভ্রমণ ইচ্ছা
বাধা রবে চিরকাল।
চলার পথে কাজের মাঝে
যদি উদ্যোগ বাধা পায়,
হতাশা এসে ঘিরে নেয় মন,
প্রত্যাশার পরাজয় |
শরীরের মাঝে ক্লান্তির ছোঁয়া
ভাঙে উৎসাহ, উদ্দাম,
হারিয়ে যায় স্বপ্ন, ইচ্ছে,
পূরে না মনঃস্কাম।
