রঙবদল
রঙবদল

1 min

458
শেষ বিকেলের আবছা আলোয় ডুবে যাচ্ছিল তোমার স্মৃতি,মুছে দিয়েছি দুরভাষের পাতা থেকে কিন্তু মুছতে পারছি কই মন থেকে? এখনো এমনও হয়! জীবনের প্রিয় রং বদলে যায় !ছোট ছোট আশা ভরসারা পথ হারায় ভবিষ্যতের অন্ধকারে ,চিরকালের এঁকে আসা ক্যানভাসে নতুন রংতুলিতে সাজিয়ে নিয়েছো তুমি,রোজকার আসা-যাওয়ার পথে ,শুকনো ঝরা পাতায় দুচোখের মিলন, নাম-না-জানা সম্বন্ধ আজ নতুন রঙে রাঙানো, শতশত জ্বলন্ত শিখায় পুড়ছে মন নতুন রঙের গন্ধে পোড়া মাংসের গন্ধ বিলীন।