STORYMIRROR

Paula Bhowmik

Drama Inspirational Others

3  

Paula Bhowmik

Drama Inspirational Others

রেগে আগুন

রেগে আগুন

1 min
189

ও (টি) দি, ঝগড়াটা যদি শেখা যায় তুমি ছুঁয়ে দিলে, 

মনে মনে এক্ষুনি তবে যাই আমি তোমার কাছে চলে। 

ঝগড়াও কিন্তু জীবনে টিকে থাকতে খুব জরুরী। 

ভালো পারিনা বলে একটুতেই ভেঙে পড়ি।

তার ওপর আছে আমার শত্রু চোখের জল সহচরী! 

প্রিয় মানুষদের ব্ল্যাকমেল, "খাবনা, ঘুমাবনা, কথা বলবনা

এধরণের নানা ক্রিয়াকাণ্ড, আহা! মনহারী! 

আমার দাদু আমার খুব ছোটোবেলায় মারা গেছেন, 

জানা নেই দিদা তার সাথে ঝগড়া কি করে করতেন ! 

তবে দেখেছি সবাইকে পারতপক্ষে তা এড়াতেই, 

দিদা ঝগড়াতেও যে হারাতো সকলকেই।

কিন্তু আমি কোথায় পাবো অতো গলার জোর! 

দিদা রেগে গেলে টকটকে ফর্সা রঙটা, 

আরও রাঙা হয়ে লাগতো বড়ই সুন্দর! 

ঝগড়া করতে পারিনা ভালো তাই হয় নানা দুর্গতি, 

এক কিউতে আমার আগে এসে দাঁড়ায় এক দুর্মতি! 

কিছু বলতে গেলে বলে ওঠে বেপরোয়া ভাবে, 

"অন্য যেকোনো জায়গায় আপনি দাঁড়িয়ে পড়ুন না! "

আমার পেছনে দাঁড়ানো লোকজন চুপ, উপায় তবে? 

দু ঘন্টা লাইনে দাঁড়ানোর পর এমন কান্ড সহ্য হয়, 

দু এক কথা বলতে যেতেই মাতম্বর/মস্তান এর হুমকি, 

চেঁচামেচি করলে দেবো গেট বন্ধ করে তখন হবে কি? 

সবার কাজ ও সময় নষ্ট হবে এটা কাজের কথা নয়, 

আমার যেন " চোরের ওপর রাগ করে

পেছনে দাঁড়িয়ে থাকা লোকেদের চুপ করে থাকাটাই, 

আমার কিন্তু সবচেয়ে অসহ্য বলে মনে হয়। 

আরো পাঁচ জনকে ডেকে আমার সামনে দাঁড় করাই, 

মনে মনে হোৎকা ঐ বদমাশ দুর্মতিটাকে মুখ ভেঙাই। 

কি আর করি, শেষে এভাবেই মনের জ্বালা জুড়াই। 



Rate this content
Log in

Similar bengali poem from Drama