বিশ্ব রবি
বিশ্ব রবি
বাংলা কাব্যে ভাবগঙ্গায় ভগীরথ সম,
সাহিত্যের দিগন্তব্যাপী প্রিয় কবি মম।
তুমি তব স্মরণীয় আজি ধরা মাঝে।
বিছায়েছ বহু শাখা, বৃক্ষ বঙ্গে রাজে।
গ্রীষ্মের দাবদাহে মাথা রাখি নামি।
ফুটিলে ঠাকুর কুলে শত বার নমি।
সহজাত প্রতিভাতে নাম রাখি পাতি,
সােনার ফসল ফলিয়ে সাহিত্যেরে মাতি।
বদ্ধ কোঠা স্কুলঘর পিঞ্জরের পাখি,
শৈশবের বিদ্যাভ্যাস সব ছাড়ি রাখি ,
শৃঙ্খল বন্ধন ছাড়ি উঠি গিয়া মিশে।
কবিতা, গল্প, গীত – শিল্প নাহি কিসে?
প্রতিভার প্রতিভাতে প্রতিভাত স্নেহ
কাব্যের মধুমাতে মুখরিত কেহ
বঙ্গ ছাড়ি ইঙ্গ যেথা নত করি শির।
নাইট উপাধি করিল প্রেরণ, – বলিবারে ' বীর '।
হেলায় ত্যাজিলা মান দেশ মাতৃ তরে।
শুধাইলে ব্যথিত কবি – " ঘৃণে এই বরে "
পুনশ্চ জিতিল মান নােবেল সম্মানে,
"গীতাঞ্জলী" চির সার্থক অম্লান জ্ঞানে ।
বােশেখের ফোটা ফুল ঝরিল শ্রাবণে,
ঝর ঝর বরিষণে, কাঁদিল বিশ্ব - মনে,
কোন কালে যারে বিশ্ব চাহেনি হারাতে,
অমর সে বিশ্ব কবি – জীবনের ধারাতে।।