কেউ জানে?
কেউ জানে?


সেখান থেকে রোদ ছুঁয়ে দিন,
ঘরে ফেরার গান
ছন্নছাড়া চালচুলোহীন
ভাবুক অভিমান,
লাল রঙা ভোর, স্পর্ধা জাগাক
হৃদয়বাড়ির আলোকস্নান।
বেহায়া জীবন, ভাঙরে নিষেধ
ফুৎকারে সব হিসেব নিকেশ
শেষের খবর কেউ কি জানে?
লাশকাটা দিন, মৃত্যুজীবন
তবুও আমরা বাঁচছি ভীষণ,
হার না মানা হরমোনে।
খুব জেদে,
তার পরে কি?
কেউ জানে?
কেউ জানে...