রামধনু ও সাদা কালো চশমা
রামধনু ও সাদা কালো চশমা


ধুলো পায়ে, সেই সকাল থেকে চলেছি ছুটে,
একটা চশমার খোঁজে।
হাজার বিকিকিনির ভিড়েও,
কি এক অদম্য আবেগ,
তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে এখনো।
সে এক ভারী মজার চশমা।
তার চোখে চোখ রাখলে, এই দুনিয়া,
এক সাদা কালো সার্কাস।
তুমি চেষ্টা করেও খুঁজে পাবেনা,
কমলা আর সবুজের সেই চিরন্তন ফারাকটা।
তার কাছে অভিমানে ঘন নীল চোখ দুটো,
ধূসর আচ্ছাদনে লুকিয়ে রাখা,
নিতান্তই বিনম্র এক উপেক্ষিত দৃষ্টি।
আসমানী নীলে ছড়িয়ে থাকা স্বপ্নগুলো,
হাজার খুঁজলেও তখন পাবেনা,
সেই সাদা কালো কাঁচের আড়ালে।
সেখানে সবই ধূসর বাস্তবের রঙে রাঙা।
সেই চশমা তোমায় খুঁজে দিতে পাড়ে ,
উজ্জ্বল নরম, হলদে আলোর আড়ালে,
লুকিয়ে থাকা, হাজার বেগুনি শীতলতা।
তবুও সেই সাদা কালোই দুনিয়া মাপা দুটো চোখে ,
আজও রক্তের রং লাল।