রাখী বন্ধন
রাখী বন্ধন


রাখীর বন্ধন নয় তো, শুধু সাত রঙের সুতোর সমাহার,
রাখীর বন্ধন, ভাই বোনের সম্পর্কের অটুট বাঁধনের অঙ্গীকার।
রাখীর বন্ধন নয় তো, নতুন ফ্যাশনের ভাষা,
রাখীর বন্ধন হলো, সাম্প্রদায়িক সম্প্রীতির নতুন আশা।
রাখীর বন্ধন নয় শুধু, উপহারের বিনিময়,
রাখীর বন্ধন কাছে টানে, সম্পর্কের দূরত্বের হৃদয়।
রাখীর বন্ধন হলো, মিলনের অকৃত্রিম সেতু,
রাখীর বন্ধন হলো, ভাই-বোন সবসময় পাশে থাকবে,
কোনও কারন হেতু।
রাখীর বন্ধন হলো, চাওয়া পাওয়ার আবদার,
রাখীর বাঁধন হলো, ভাই-বোনের ভালোবাসার।
রাখীর বন্ধন আনে, পরিবারে খুশির হাওয়া,
রাখীর বন্ধন হলো, দিদির হাতে তৈরী সুস্বাদু খাবার খাওয়া।
রাখীর বধন হলো, অনেক দুষ্টুমির পর,
কুছ মিঠা হো যায় !
রাখীর বন্ধন হলো, আমার মতো তোকে কে ভালোবাসবে ভাই ?