তুই নেই, অথচ...
তুই নেই, অথচ...
এই যে কাটিয়ে দিচ্ছি 'তুইহীন' একেকটা সূর্যোদয় থেকে সূর্যাস্ত
দুটো ডানায় আষ্টেপৃষ্ঠে মেখে নিচ্ছি তোর অশরীরী সোহাগের পরাগরেণু
চোখ বন্ধ করলেই স্পষ্ট বুঝতে পারছি যে
আমার উত্তপ্ত কপালে তোর অনামিকা দিয়ে এঁকে দিচ্ছিস আরোগ্যচিহ্ন।
দিব্যি শুষে নিতে পারি তোর লীনতাপ
আমার একাকীত্বের জ্বর কমে যায় ধীর লয়ে।
আমি দিব্যি বুঝতে পারি আমাকে ঘিরে রেখেচে তোর স্মৃতির লক্ষনরেখা....
তুই নেই ধারেকাছে
অথচ আমার সমস্ত সত্তা তোকে অনুভব করতে পারে।
ঘ্রাণ নিতে পারে আমার বুকের ওপর পড়া তোর নিঃশ্বাসের
স্বাদ নিতে পারে তোর সলাজ ওষ্ঠের
তোর না থাকাও -আমাকে এভাবেই সুখ দেয়।
একেও তো 'ভালোবাসা' বলে।
একেও তো 'প্রেম' বলে।

