রাখিবন্ধন
রাখিবন্ধন


পরবে ভাই বোনের হাতে
ভালবাসার রাখি
বলল এসে গান শুনিয়ে
দোয়েল শ্যামা পাখি
ভাইটা থাকে পাশের গাঁয়ে
হারুন তার নাম
তারই হাতে পরাবে রাখি
বসু বাড়ির মাম
রাখির ডোরে পড়বে বাঁধা
সারা ভারত আজ
হিংসা দ্বেষ যাবেই দূরে
পরে রাখির সাজ
ভাইয়ের হাতে বোনের রাখি
সম্প্রীতির সুর
রাখিবন্ধন করে দেয়
ক্লেদ কালিমা দূর।