STORYMIRROR

Sabita Ray Biswas

Classics Inspirational

3  

Sabita Ray Biswas

Classics Inspirational

রাখিবন্ধন

রাখিবন্ধন

1 min
74


পরবে ভাই বোনের হাতে

ভালবাসার রাখি

বলল এসে গান শুনিয়ে

দোয়েল শ্যামা পাখি


ভাইটা থাকে পাশের গাঁয়ে

হারুন তার নাম

তারই হাতে পরাবে রাখি

বসু বাড়ির মাম


রাখির ডোরে পড়বে বাঁধা

সারা ভারত আজ

হিংসা দ্বেষ যাবেই দূরে

পরে রাখির সাজ


ভাইয়ের হাতে বোনের রাখি

সম্প্রীতির সুর

রাখিবন্ধন করে দেয়

ক্লেদ কালিমা দূর।

    



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics