রাবণবধ-৩
রাবণবধ-৩


ল্যাম্পপোস্টের আলোয় আলোকিত তুমি আজ!
অন্তরের আলো অধোগতির সাথে বিলুপ্তির পথে -
স্রোতের টানে ভাসিয়ে দিয়েছ মুক্তির উল্লাস!
ধ্বংসাত্মক খেলায় শেষ হাসি হাসা যায় না,
সমুদ্রের গভীরতা মেপে কী লাভ?
নিজেকেই হারিয়ে যেতে হবে অজান্তে।
দুর্বৃত্তরা এবার অন্তত ব্যবধান গড়বে না,
শিখে নেবে রাবণবধের মারণাস্ত্র।