পূজা
পূজা
তোমারই হাত ধরে আমার প্রথম প্রেম নিবেদন
"ভালোবেসে সখী নিভৃতে" ফুটেছিল মিলনের ক্ষণ
স্বপ্ন কত দেখেছিল আমার অল্প বয়সী দু-নয়ন
"এই উদাসী হাওয়ার পথে" এখন খোঁজা, নেই প্রয়োজন
মনের গভীরে রাখা সেই কথা আজও গোপন
"আমি নিশি দিন তোমায় ভালবাসি" জানি না কারণ
"বাজে করুন সুরে" লাল খামে রাখা কিছু শব্দ চয়ন
তোমার বাণী দিয়েই করি তোমার পূজার আয়োজন