Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Manik Goswami

Romance Classics

3  

Manik Goswami

Romance Classics

প্রতীক্ষায়

প্রতীক্ষায়

1 min
194



তরীখানি বাইছ তুমি আমার মনের কূলে

দুলছে হৃদয় আশায় আশায় তোমার দাঁড়ের তালে |

চলছো তুমি নিজের মতোই

ভাবছি আমি দেরী কতই

কখন তুমি বাঁধবে ওগো তোমার তরী কূলে,

কখন আমি উঠবো এসে ওই তরীটির কোলে |


দুইজনে দাঁড় বাইব তখন

নাওখানি জোর ছুটবে তখন,

গান গাইবো দুজন মোরা মাল্লাদেরই সুরে,

হারিয়ে যাবো হঠাৎ কেমন দূর হতে বহুদূরে |


এই সুন্দর ধরণীর বুকে

সত্যকারের নির্মল সুখে

কাটাবো মোরা মোদের জীবন আনন্দ উল্লাসে,

তরীখানি চলবে তখন মনের মতো ভেসে |


পথ চেয়ে আমি রয়েছি বসে

কখন তুমি কাছে এসে

মনের মিলে- ডাকবে তুমি হাতের ইশারায়,

তাই যে আমি রয়েছি এখন তোমার প্রতীক্ষায় |


কোনোদিন যদি তোমার কাছে সময় জানিতে চাই

হেসেই তুমি বলবে ওগো, আর তো দেরি নাই |

সময় হলেই আসবো নিজে

ডাকবো তোমায় আমার কাছে -

একসাথে তাই চলবো তখন আমরা দুজন মিশে

সময় হলেই বাঁধবো তরী তোমার কাছে এসে |


মিষ্টি মধুর ছোট্ট কথায়

স্নিগ্ধ হাসির শান্ত ছোঁয়ায়

আনবে তুমি আমার মাঝে আশার নাগরদোলা,

তবেই আমি রইবো দেখো হয়েই আপন ভোলা |


দাঁড় বেয়ে যাও তুমিই এখন

চালাও তরী নিজের মতন,

ঢেউ দিয়ে যাও মনের কোলে, নদীর স্বচ্ছ্ব জলে;

বেয়ে চলো দাঁড় এখন তুমি আমার মনের কূলে |


Rate this content
Log in