প্রস্তাব
প্রস্তাব
যদি ফিরে যেতে বলো
তোমরা আমাকে
জনহীন অরণ্য প্রান্তরে
তোমাদের প্রস্তাব হাসি মুখে করব গ্রহণ।
আকাশের কালো মেঘ দেয় সদা হাত ছানি
একদিন আমাকে ফিরে যেতে হবে
একথা নিশ্চিত জানি---
তবু যদি আজ যেতে বলো
বিনিময়ে কালো কাক
অশুভ ইঙ্গিত নিয়ে যদি করে পলায়ন
কিম্বা যদি ফিরে পাও তোমাদের হাসি
তাহলে তোমাদের প্রস্তাব
হাসি মুখে করব গ্রহণ।