STORYMIRROR

Raja Sekhar CH V

Abstract Inspirational

2  

Raja Sekhar CH V

Abstract Inspirational

প্রকৃতির সামীপ্য

প্রকৃতির সামীপ্য

1 min
132

প্রকৃতির সম্মুখে থাকুন

সবুজ সুন্দরবন দেখুন,

পাখির মধুরগান শুনুন,

অভিনব অনুভব পাওন


বৃষ্টির টিপটিপ ধ্বনি শুনুন,

ঝরঝর ঝরনার শব্দ শুনুন,

নদীর কলকল নাদ শুনুন,

সাগর লহরীর ঘোষ শুনুন


নীল গগনের সীমা দেখুন,

সূর্যোদয় স্বর্ণ আভা দেখুন,

পূর্ণিমার চারু প্রভা দেখুন,

অগণ্য নক্ষত্রপুঞ্জ দেখুন


বিভিন্ন মুকুলিত চমকপ্রদ কুসুম দেখুন,

প্রসূনের সুরভি নিরন্তর আস্বাদন করুন,

ফুলের উপরে ভ্রমরের ঘোরাফেরা দেখুন,

উপবনে বিলক্ষণ উড়ন্ত প্রজাপতি দেখুন |৪|


কোকিলের কুহু কুহু শুনুন,

ময়নার অনুনাদ রব শুনুন,

মোহক ময়ূরের নৃত্য দেখুন,

নিসর্গের নিকটে যথোচিত থাকুন


Rate this content
Log in

Similar bengali poem from Abstract