প্রিয়তমা
প্রিয়তমা
ওগো আমার প্রিয়তমা
তুমি যে আমার প্রেম,
আমি যে তোমার প্রেমে
পাগল দিশেহারা।
ওগো আমার প্রিয়তমা
তুমি যে আমার ভোর বেলা জেগে ওঠা,
ওগো আমার প্রিয়তমা
তুমি যে ভোর বেলা ঘাসে জমে থাকা কুয়াশা।
ওগো আমার প্রিয়তমা
তুমি যে আমার অন্যরকম চাওয়া পাওয়া,
ওগো আমার প্রিয়তমা
তুমি আমার মনের ক্যানবাসে আকা ভালবাসার প্রতিচ্ছবি।
ওগো আমার প্রিয়তমা
তুমি আমার সাদামাটা জীবনের গল্প,
ওগো আমার প্রিয়তমা
তুমি যে আমার লাল গোলাপের পাঁপড়ি।
ওগো আমার প্রিয়তমা
তুমি যে আমার সাদা পাতায় কালো কালিতে লেখা গল্প আর কবিতা,
ওগো আমার প্রিয়তমা
তুমি যে আমার দুপুর বেলার প্রখর রোদে নিজেকে লুকিয়ে রাখা।
ওগো আমার প্রিয়তমা
তুমি যে আমার বিকেল বেলায় পাহাড়ি বাতাসে নিজেকে হারিয়ে ফেলা,
ওগো আমার প্রিয়তমা
তুমি যে আমার বন্ধুদের সাথে গল্পের
অনুপ্রেরণা।
ওগো আমার প্রিয়তমা
তুমি যে আমার ধীরে ধীরে আলো আঁধারে লুকিয়ে যাওয়া,
ওগো আমার প্রিয়তমা
তুমি যে আমার পশ্চিমে ডুবে যাওয়া সন্ধ্যা।।

