প্রিয়জনের সাথে লং ড্রাইভ
প্রিয়জনের সাথে লং ড্রাইভ


চলো যাই লং ড্রাইভে, চলো চলো যাই,
আমাদের ভালোবাসা,তুমি আর আমি শুধুই।
হোক সহযাত্রী আমাদের সাথে প্রিয় সাথী,
আমাদের আদরের চার চাকার বাহনটি।
কিছু সুন্দর সময়, কিছু গান, কিছুটা কথা,
সাথে থাক প্রচণ্ড দূরন্তপনা, আর উন্মাদনা।
মধুমাখা বাতাস গুনগুনাবে এসে কানে কানে,
কালো রাস্তা আর গাছের দৌড় বিপরীত পানে।
চলো যাই; দূর করি প্রতিদিনের এই একঘেয়েমি।
ভালবাসার সমুদ্রে হারিয়ে যাই শুধু তুমি আর আমি।