STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract Romance Others

3  

Partha Pratim Guha Neogy

Abstract Romance Others

প্রিয়জনের সাথে লং ড্রাইভ

প্রিয়জনের সাথে লং ড্রাইভ

1 min
26


চলো যাই লং ড্রাইভে, চলো চলো যাই,

আমাদের ভালোবাসা,তুমি আর আমি শুধুই।

হোক সহযাত্রী আমাদের সাথে প্রিয় সাথী,

আমাদের আদরের চার চাকার বাহনটি।

কিছু সুন্দর সময়, কিছু গান, কিছুটা কথা,

সাথে থাক প্রচণ্ড দূরন্তপনা, আর উন্মাদনা।

মধুমাখা বাতাস গুনগুনাবে এসে কানে কানে,

কালো রাস্তা আর গাছের দৌড় বিপরীত পানে।

চলো যাই; দূর করি প্রতিদিনের এই একঘেয়েমি।

ভালবাসার সমুদ্রে হারিয়ে যাই শুধু তুমি আর আমি।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract