STORYMIRROR

AYAN DEY

Classics

2  

AYAN DEY

Classics

প্রেমিক সাজি

প্রেমিক সাজি

1 min
577


অনেককাল আগের কথা সন্তর্পণে

ড্রয়ারে সরিয়ে রাখা আছে এককোণে ।

মঞ্চ থেকে নাটক নামার পর থেকে ,

আঁধার থেকে আলো কাটার পর থেকে

ওটা সাদা পাতার বুক থেকে সরতে পারেনি ,

এককালের নজর ভাঙ্গা কথা আর কাড়তে পারেনি ।

আজ মাক​ড়সার জাল সরিয়ে তুলে দেখি ,

ভিজে গন্ধ মেখে বসে আছে যে একি !

আবছা কুয়াশা সরিয়ে নামের রোদ্দুর ওঠে ,

প্রিয়তমার কারাগারে ঘুমোনো চোখ ফোটে ;

হয়তো নতুনত্বের সংজ্ঞা পাওয়ার নেই -

আছে নির্বোধ প্রত্যাশার কথা যে কে সেই ।

ঘর থেকে পুরোনো কাগজ অনেক সরেছে ,

অনেক আদিম অকৃত্রিম অনায়াসে মরেছে ।

এটাকে শুধু টুকরো হতে দিতে পারিনি ,

অবশেষ মোছার চেষ্টা কখনো করিনি ।

একবার ছবি তুলে হোয়াটসঅ্যাপ করি ?

একবার মাভৈ বলে প্রেমিক সাজি ?

একবার গোলাপের কাঁটা ছুঁয়ে যাক কবিকে ?

রেখে দেখি একবার আগামী কাটানোর বাজি ?


Rate this content
Log in

Similar bengali poem from Classics