প্রেমের শ্লীলতা
প্রেমের শ্লীলতা


বুকের ভেতর রোদ্দুরে কিষাণী সুখ..!
সবুজের ঢাল ছুঁয়ে ছুঁয়ে গোলাপের সুগভীর নাভিকমল...!
প্রান্ত নিঃশ্বাসে লাল পাহাড়ের ঝর্ণায় ভেজা ঠোঁট...!
সাদা চাদরের নিচে খোলা আকাশে দুজোড়া জড়িয়ে থাকা শাপলা পা..!
মুঠোতে চেপে ধরেছে মুখোমুখি অনামিকা...!
সম্মোহনী রেখা ধরে অপলক দৃষ্টিতে শুধুই কিশোর মুগ্ধতা...!
তীব্র সুখের ঘ্রাণে মাতোয়ারা শরীর তরঙ্গ.....!
দুপুর বিকেলের মুখোমুখি আদর পেলে
শব্দেরা অনন্তকাল ছটফট সুখের স্থলনের.....!
মগ্নজিতা,
জানালাটা আজ না হয় বন্ধই থাক..
এসো আমরা মাতি
আমাদের নব জন্মোৎসবের সন্ধ্যায়....!