STORYMIRROR

Subrata Nandi

Fantasy

1  

Subrata Nandi

Fantasy

প্রেমের অভিব্যক্তি

প্রেমের অভিব্যক্তি

1 min
542

প্রেমের সুপ্ত অভিব্যক্তি বড্ড দিশাহারা,

খড়কুটোর মতো আঁকড়ে ধরতে চায়;

বিক্ষিপ্ত মনে দুর্নিবার প্রেমের উদ্দীপনা, 

সংগোপনে গড়ে ওঠে অনতিক্রম্য কল্পনা।


ঐকান্তিক প্রশ্রয়ে বৃদ্ধিপ্রাপ্ত আকাঙ্ক্ষা,

চিনে নেওয়ার বর্ণপরিচয় হলুদ চিঠিতে!

গোপন রক্ষাকবচের মাঝে বন্ধনীর ছোঁয়া,

প্রেমের মুহূর্তে ঐশ্বরিক মনবাঞ্ছাকে পাওয়া।


দেখা হয়েছিল নববর্ষের উষ্ণীষ পরিবেশে,

জীবনালেখ্য তখনই খোদিত পদ্মপাতায়,

আজও বেঁচেবর্তে প্রেমের ওম মণিকোঠায়,

আনমনে বারেবারে অশ্রু বারি ঝরায়।


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy