প্রেম- একাল ও সেকাল
প্রেম- একাল ও সেকাল
ভাবতে অনেক ভালো লাগে
প্রেম- সেকাল ও একাল,
যেনো অন্যতম বিষয় যেমন
সকাল থেকে বিকাল।
সকাল হয় শুরু স্নিগ্ধতার পরশে,
ভরে উঠে দিনময় উষ্মতার আবেশে
আবার যখন বেলা গড়িয়ে চলে আসে বিকাল
অন্য রকম লাগে তখন গরম আর বাতাশে।
তেমন প্রেম ও ছিলো সেকালে
চিরকুট আর কল্পনায়,
কেটে যেতো দিবানিশি
প্রিয়র ভাবনায়।
তখন ছিলো প্রেম মানেই পেয়ে যাওয়া নয়
অনেক ভালো বেসেও তারে বিসর্জন দিতে হয়।
একালে প্রেম শুরু হয় জন্মের পর পর,
দুইদিন পর ভেংগে যায় পুতুলের খেলাঘর।
দেখা না হলে দিন চলেনা আরও কতকি,
ডেটিং, হিটিং নাহলে নাকি প্রেম মানে ছি!
কতোকি আর দেখা লাগে একালের প্রেমে
না পেলে তারে জীবন দিয়ে যায় নিঃস্বাস থেমে।
প্রেম মানে ছিলো সুখের সেকালে আরেকটা পৃথিবী,
একালে এসে প্রেম মানে নোংরামির ঘাটে ডুবি।
প্রেম মানেযে ভালোবাসা মানেনা আর কেউ,
কারোও জন্য একালে মন থেকে জাগেনা
প্রনয়নের ঢেউ।
সেকালে তারে না পেলেও থাকতো যতনে তোলা আনমনে,
একালে বলে পাইনি তাকে খুব করবো পড়লে চোখের সামনে।
প্রেম- সেকাল ও একাল অনেক আছে বিভ্রাট,
সেকালে প্রেম থাকতো গোপন একালে তা সদরঘাট।
